জামালপুরে কাউনিয়ারচর খালে ব্রিজের অভাবে জনদুর্ভোগ চরমে

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, জামালপুর | 2023-08-30 23:52:28

জামালপুরের দেওয়ানগঞ্জের ডাংধরা ইউনিয়নের কাউনিয়ারচর বালিকা উচ্চবিদ্যালয় সংলগ্ন খালের উপর একটি ব্রিজের অভাবে বছরের পর বছর ধরে চরম দুর্ভোগে রয়েছে এ অঞ্চলের প্রায় ১০ হাজার মানুষ।

জীবনের ঝুঁকি নিয়ে চলাচল। ছবি: বার্তা২৪.কম

এলাকাবাসী জানায়, খালের উপর একটি বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে বিন্দুরচর, জোয়ানেরচর ও কাউনিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং কাউনিয়ারচর নতুন পাড়া, পশ্চিম পাড়া, বিন্দুরচর, জোয়ানেরচর, পূর্বপাড়া, খাঁ পাড়া, ফকির পাড়া, মুন্সিপাড়াসহ ১০টি গ্রামের মানুষ দীর্ঘদিন যাবৎ পারাপার হচ্ছে।

স্থানীয় ডা. আসাদুজ্জামান (বুলবুল) বলেন, ব্রিজটি না থাকায় প্রায় ১৫ বছর ধরে এ অঞ্চলের মানুষ ভাঙাচূড়া বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। ইতোমধ্যে একাধিক দুর্ঘটনাও ঘটেছে ।

শিশু-বৃদ্ধরাও ঝুঁকি নিয়ে পারাপার হতে হয় এই সাঁকো। ছবি: বার্তা২৪.কম

দুর্ভোগে লাঘবে গুরুত্বপূর্ণ এ খালের উপর একটি ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর।

এ ব্যাপারে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সুলায়মান হোসেন বার্তা২৪.কম’কে বলেন, শুধু দেওয়াগঞ্জ উপজেলারই নয় রাজিবপু্র উপজেলারও কয়েকটি গ্রামের মানুষ এ সড়ক দিয়ে চলাচল করে থাকে। তাই গুরুত্বপূর্ণ এ সড়কে একটি ব্রিজ নির্মাণ জরুরি। ব্রিজটি নির্মাণে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর