কল্যাণপুরে বস্তিতে আগুন: ক্ষতিগ্রস্তদের ৫ হাজার টাকা করে দেবে ডিএনসিসি

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪. ঢাকা | 2023-08-27 17:19:29

কল্যাণপুর নতুন বাজার বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম গভীর দুঃখ ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য মেয়র মোঃ আতিকুল ইসলামের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে প্রতিটি পরিবারকে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। এছাড়া তাঁর পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের জন্য সেখানে পর্যাপ্ত খাবার ও পানি সরবরাহ করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অগ্নিকাণ্ডের স্থানে ডিএনসিসির অস্থায়ী মেডিকেল ক্যাম্প ও মোবাইল টয়লেট স্থাপন করা হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের যাবতীয় দেখাশোনার জন্য মেয়র ১১নং ওয়ার্ডের কাউন্সিলর দেওয়ান আবদুল মান্নানকে সার্বক্ষণিক তদারকি করার দায়িত্ব প্রদান করেন।

সম্প্রতি মেয়র আতিকুল ইসলামের করোনা নেগেটিভ হলেও প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও শারীরিক দুর্বলতার কারণে তিনি অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করতে পারেননি। তবে বাসায় থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের যাবতীয় খবর নিচ্ছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১০টার দিকে কল্যাণপুর নতুন বাজার বস্তিতে আগুন লাগে। এতে প্রায় কয়েকটি ঘর পুড়ে যায়। ফায়ার সার্ভিসের ১৩ ইউনিটের চেষ্টা রাত সোয়া ১১টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ সম্পর্কিত আরও খবর