ভবদহে জলাবদ্ধতা নিরসনে টিআরএম প্রকল্প বাস্তবায়নের দাবি

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, যশোর | 2023-09-01 08:34:29

যশোরের ভবদহে জলাবদ্ধতা নিরসনে অবিলম্বে জোয়ারাধার টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) প্রকল্প বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে দুর্গত এলাকার নারী-পুরুষরা।

রোববার (১ নভেম্বর) দুপুরে এ কর্মসূচি পালন করে তারা।

ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উদ্যোগে এ কর্মসূচি চলাকালে নেতারা বলেন, ভবদহ অঞ্চলের স্থায়ী জলাবদ্ধতা নিরসনে টিআরএম এর বিকল্প নেই। কিন্তু এ অঞ্চলের লাখ লাখ মানুষকে জিম্মি করে এবং তাদের দুর্দশাকে পূঁজি করে লুটপাট চালাতে ৮০০ কোটি টাকার প্রকল্প নেয়া হয়েছে। যে প্রকল্পে বিশেষজ্ঞ ও স্থানীয় জনমতকে উপেক্ষা করা হয়েছে।

বক্তারা বলেন, অতিদ্রুত জলাবদ্ধতা নিরসনে টিআরএম বাস্তবায়ন করা না হলে দুর্গত এলাকার মানুষ আত্মাহুতি দেবে।

এতে বক্তব্য দেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতা ইকবাল কবির জাহিদ, রণজিৎ বাওয়ালী, আব্দুল হামিদ গাজী, সুকৃতি রায়, কার্তিক বকসি, ইলিয়াস হোসেন, শেখর চন্দ্র বিশ্বাস, শিরিন সুলতানা সোহেলী প্রমুখ।

অবস্থান কর্মসূচি চলাকালে নেতারা একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান স্মারকলিপি গ্রহণ শেষে আন্দোলনরতদের উদ্দেশে বলেন, তিনি যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করবেন।

এ সম্পর্কিত আরও খবর