তেজগাঁও সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-09-01 19:43:37

রাজধানীর তেজগাঁও'র রেজিস্ট্রেশন কমপ্লেক্সে ভূমি নিবন্ধন সেবা প্রাপ্তিতে দুর্নীতি ও হয়রানির অভিযোগ পাওয়ায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার তেজগাঁও'র রেজিস্ট্রেশন কমপ্লেক্সের পাঁচটি সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান চালায়। প্রাতিষ্ঠানিক দুর্নীতি রোধের অংশ হিসেবে ইতোপূর্বে বিভিন্ন সাব-রেজিস্ট্রি অফিসে একাধিকবার দুদকের অভিযান পরিচালিত হয়েছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুদকের টিমটি কমপ্লেক্সে অবস্থিত গুলশান, বাড্ডা, মোহাম্মদপুর, পল্লবী ও শ্যামপুর সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান চালিয়ে ব্যাংক চালান, ফি বইসহ বিভিন্ন রেজিস্টার পরীক্ষা-নিরীক্ষা করে।

এ অভিযান পরিচালনা প্রসঙ্গে এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী জানান, দুদক প্রত্যেকটি সরকারি অফিসকে দুর্নীতি ও হয়রানির কবল থেকে মুক্ত করতে চায়। সুতরাং এ অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরও খবর