বিয়ে করতে গিয়ে বরের কারাদণ্ড, কাজীর অর্থদণ্ড

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী | 2023-08-31 04:53:48

নোয়াখালীর হাতিয়ায় বাল্যবিয়ের অপরাধে বরের ৬ মাসের কারাদণ্ড ও কাজীকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে এ দণ্ড দেন হাতিয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন।

জানা গেছে, উপজেলার জোড়খালী গ্রামে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ অপরাধে বর মো. নিজাম উদ্দিনকে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া কাজী মো. আনোয়ার হোসেনকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

হাতিয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন জানান, বাল্যবিয়ে দেয়ার অপরাধে ২০১৭ সালের আইন অনুযায়ী এ দণ্ড দেয়া হয়।

এ সম্পর্কিত আরও খবর