খাগড়াছড়ির মাটিরাঙ্গার সাপমারা এলাকায় পর্যটক বহনকারী বাস উল্টে অন্তত ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ২৮ জনকে ভর্তি করা হয়েছে। এছাড়া মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা ২ জনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাম জানা যায়নি।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে ৫৪ জন পর্যটক নিয়ে খাগড়াছড়ি থেকে ঢাকার উদ্দেশে রওনা করে নজরুল ট্রাভেলসের একটি বাস। কিন্তু পথিমধ্যে বাসটি মাটিরাঙ্গার সাপমারা পুলিশ চেকপোস্ট অতিক্রম করে পাহাড়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি উল্টে যায়। তবে একটি বৈদ্যুতিক পিলার ও পাহাড়ের সাথে আটকে যায় বাসটি।
এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেও গাড়িতে থাকা পর্যটকদের ৩০ জন মারাত্মকভাবে আহত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।
খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।