রাজবাড়ীতে ২২ দিনে ২২৯ জেলের কারাদণ্ড

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী | 2023-08-19 18:57:19

মা ইলিশ রক্ষায় রাজবাড়ীতে বিশেষ অভিযানে ২২ দিনে ২২৯ জেলের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় বন্ধ ঘোষণা করেছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারই ধারাবাহিকতায় রাজবাড়ী মৎস্য অফিস পদ্মা নদীতে ব্যাপক অভিযান চালায়।

রাজবাড়ী জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, রাজবাড়ী জেলায় ২২ দিনে ইলিশ রক্ষায় মোট ৪৩৭টি অভিযান পরিচালনা হয়েছে। এরমধ্যে ১৩৮টি মোবাইল কোর্টে ২২৯ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আর ১৬৫টি মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে এ সময় ৭৪৪ কেজি ইলিশ আর ৬৩ কেজি অন্যান্য মাছ জব্দ করা হয়েছে। কারেন্ট জাল জব্দ হয়েছে ৩১ লাখ ৪৯ হাজার ৫০০ মিটার। অন্যান্য আরো ১১টি জাল জব্দ করা হয়েছে। আর ৬৭ জনের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে ১ দশমিক ৫০ লাখ টাকা। আর নিলামে আদায় হয়েছে ২ দশমিক ৩৬ লাখ টাকা।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বার্তা২৪.কমকে বলেন, মা ইলিশ রক্ষায় রাজবাড়ীতে টিম ওয়ার্ক করেছে। যার কারণে আমরা একটি সফল অভিযান পরিচালনা করতে পেরেছি। আমাদের এই অভিযানগুলো বাস্তবায়নে মৎস্য দপ্তর ছাড়াও জেলা ও উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন সার্বিক সহযোগিতা করেছে। এটি যৌথ অভিযান ছিল।

এ সম্পর্কিত আরও খবর