শাহজালালে ২ কেজি ৫০০ গ্রাম স্বর্ণের বার আটক

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 11:26:31

 

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২ কেজি ৫০০ গ্রাম ওজনের ২৫ পিস স্বর্ণের বার আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো.শহিদুল ইসলামের সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের মাধ্যমে শুল্ক গোয়েন্দার একটি দল জানতে পারে সিঙ্গাপুর থেকে আগত SQ 446 বিমান যোগে স্বর্ণ এসেছে এবং তা জিপারের প্যাকেটে লুকায়িত অবস্থায় কার্গো শাখায় আছে। দলটি বিমান বন্দরের কার্গো শাখায় তল্লাশি চালায়। পরে প্লেট নং ৭০২৮১ থেকে জিপারের একটি কার্টুনের মধ্য থেকে সন্দেহজনক জিপার ভর্তি ২ টি কার্টুন বের করা হয়।

কার্টুন দুটির মধ্যে ১ টি কার্টুনের ওজন ভারী হওয়ায়, বিমান বন্দরের ব্যাগেজ বেল্টে এনে সকল সংস্থার উপস্থিতিতে কার্টুনটি খোলা হয়। এ সময় কার্টুনটির ভিতর থেকে ২ কেজি ৫০০ গ্রাম ওজনের ২৫ টি স্বর্ণের বার পাওয়া যায় ।

আটককৃত স্বর্ণের মোট মূল্য প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা। আটককৃত স্বর্ণের বিষয়ে শুল্ক গোয়েন্দা আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর