বোনারপাড়া-সান্তাহার-বোনারপাড়া রুটে আগামী বুধবার (১১ নভেম্বর) থেকে ৪৯১/৪৯২ নং লোকাল ট্রেন দুটি যথারীতি চলাচল করবে।
রোববার (৮ নভেম্বর) পশ্চিমাঞ্চল রেলের জেনারেল ম্যানেজার (জিএম) রাজশাহী কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমনটিই জানানো হয়েছে।
ট্রেন পরিচালনার ক্ষেত্রে আরও বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক জারিকৃত নির্দেশনা সমূহ ও স্বাস্থ্যবিধি মেনে ট্রেন পরিচালনা করতে হবে। যাত্রীদের সামাজিক ও শারীরিক দূরত্বও নিশ্চিত করে ট্রেন পরিচালনা করতে হবে।
আগামী বুধবার থেকে এই দুটি ট্রেন চালানোর জন্য সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।