ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে লক্ষ্মীপুরে ৬ লাখ টাকা ব্যয়ে ২৩ পরিবারের মাঝে গরু বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে রোববার (৮ নভেম্বর) বিকেলে জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে শহরের সাহাপুর এলাকায় সরকারি শিশু পরিবার (বালক) প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। অনুষ্ঠান শেষে ভিক্ষুক পরিবারগুলোর সদস্যদের মাঝে গরু বিতরণ করেন অতিথিরা।
জেলা সমাজসেবা কার্যালয় সূত্র জানায়, ভিক্ষুকমুক্ত দেশ গড়তে সমাজসেবা অধিদপ্তর বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। লক্ষ্মীপুরে ভিক্ষুকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গবাধি পশু বিতরণের উদ্যোগ নেওয়া হয়। সে লক্ষ্যে লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ২৩টি ভিক্ষুক পরিবারের তালিকা করে তাদের মাঝে গরু বিতরণ করা হয়েছে। এতে ৬ লাখ টাকা ব্যয় হয়। এর আগে ২০১৯ সালে ২ লাখ টাকা ব্যয়ে ৮ পরিবারের মাঝে ৮টি গরু বিতরণ করা হয়েছে।