শ্যামলীর ১০টি ফার্মেসি থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 03:34:22

শ্যামলীর ১০টি ফার্মেসিতে অভিযান চালিয়ে রেজিস্ট্রেশনবিহীন, মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ জব্দ করেছে ওষুধ প্রশাসন অধিদফতর।

সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে শ্যামলীর ২০ থেকে ২৫টি ফার্মেসিতে অভিযান চালায় ওষুধ প্রশাসন।

এ সময় ওষুধ প্রশাসন অধিদফতরের মহা-পরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান বলেন, দেশের বাইরে থেকে ওষুধ আনতে হলে রেজিস্ট্রেশন বা এনওসি রাখতে হবে। তা না হলে অবৈধ বলে গণ্য হবে।

যে সকল দোকানের ওষুধ জব্দ করা হয়েছে তারা যদি কাগজ দেখাতে না পারে তাহলে তাদের বিরুদ্ধে মামলা, লাইসেন্স বাতিল বা দোকান সিলগালা করার হুঁশিয়ারিও দেন ওষুধ প্রশাসনের ডিজি।

অভিযানে যেসব দোকানে সবকিছু ঠিকঠাক ছিলো তাদের পুরস্কারস্বরুপ 'no mask no service' এর পোস্টার লাগিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর।

এ বিষয়ে ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক মওদুদ আহমেদ বার্তা২৪.কমকে বলেন, অভিযানের সময় কোনো জরিমানা করা হয়নি। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরও খবর