রাজধানীতে ৬টি যাত্রীবাহী বাসে আগুন

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 10:20:04

রাজধানীর তিন এলাকায় ছয়টি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা পৌনে ১২টায় শাহবাগ আজিজ সুপার মার্কেট, গুলিস্তান রমনা ভবন ও জাতীয় প্রেসক্লাবের সামনে এই তিনটি বাসে আগুন দেওয়া হয়। এছাড়া খিলগাঁও, মতিঝিল ও বংশাল এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

বিষয়টি পল্টন ও শাহবাগ থানার অফিসার ইনচার্জ'রা বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন।

তারা জানান, গুলিস্তান রমনা ভবনের সামনে পল্টন থেকে সদরঘাটগামী ভিক্টর ক্লাসিক গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে কেউ আগুন লাগিয়ে দিতে পারে। বাসটি যাত্রী বোঝাই ছিল।

এছাড়া আজিজ সুপার মার্কেটের সামনে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অন্যদিকে প্রেসক্লাবের সামনে ঘাটারচর টু চিটাগাং রোডে চলাচলকারী রজনীগন্ধা পরিবহনে আগুন লাগার ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর মাহফুজ মতিঝিল, বংশাল ও খিলগাঁও এলাকায়ও বাসে আগুন লাগার ঘটনা নিশ্চিত করেছেন। দুপুর আড়াইটার দিকে মতিঝিলে একটি বাসে আগুন লাগে। 

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-১৮  আসনের উপ-নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন পরিস্থিতিকে অস্থিতিশীল করতে একটি মহল বাসে আগুন দিচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর