সরকারি স্থাপনাতে হামলার পরিকল্পনা ছিল শিবির নেতা-কর্মীদের

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 05:20:09

 

নির্বাচনকে সামনে রেখে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা চালিয়ে জনগণের মধ্যে ভীতিকর পরিস্থিতি তৈরি করতে শিবিরের নেতা-কর্মীরা জড়ো হচ্ছিল বলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন।

শনিবার (১৫ সেপ্টেম্বর) নগরীর কালা মিয়া বাজার ও রসুলপুরবাগ এলাকা থেকে আটক শিবিরের নেতা-কর্মীদের জিজ্ঞাসাবাদ শেষে এমন তথ্য উঠে এসেছে।

এ সময় আটকৃতদের কাছ থেকে চারটি ককটেল, ২২ টি লাঠিসহ সংগঠনের বিভিন্ন বই জব্দ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বার্তা২৪.কমকে বলেন, মধ্যরাতে আমরা খবর পাই কালা মিয়া মোড়ে শিবিরের নেতা-কর্মীরা জড়ো হচ্ছিল। খবর পেয়ে নাশকতা পরিকল্পনার প্রস্তুতি নেওয়ার সময় পুলিশ সাতজনকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়। পরে আটকৃতদের জিজ্ঞাসাবাদে শেষে বাকিদের রসূলপুরবাগ এলাকার মক্কা ভবন থেকে আটক করি।

তিনি আরও বলেন, নির্বাচনকালীন সময়কে সামনে রেখে তারা সরকারি স্থাপনাগুলোতে হামলার ছক করে। আটকৃতদের বিরুদ্ধে দ্রুত বিস্ফোরক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর