ঢাকা-১৮ আসনে হাবিব, সিরাজগঞ্জ-১ আসনে জয় নির্বাচিত

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 16:05:55

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দুই আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছে নৌকার প্রার্থীরা। ঢাকা-১৮তে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান পরাজিত করেছেন বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীরকে। অন্যদিকে সিরাজগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের তানভীর শাকিল জয়ের কাছে পরাজিত হয়েছেন বিএনপির প্রার্থী মো. সেলিম রেজা।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট অনুষ্ঠিত হয়। যদিও বিএনপি ভোট অনিয়ম ও কারচুপির অভিযোগে আনুষ্ঠানিকভাবে দুই আসনের উপ-নির্বাচন প্রত্যাখ্যান করেছে।

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর বলেছেন, ভোট সব জায়গায় শান্তিপূর্ণভাবেই হয়েছে। কোথাও কোনো খারাপ খবর পাইনি। আর গণমাধ্যমেও দেখিনি যে, ভোটকেন্দ্রে গণ্ডগোল হয়েছে, মারামারি হয়েছে বা ভোটকেন্দ্র বন্ধ করে দিতে হয়েছে, এ ধরনের কোনো ঘটনা দেখিনি। বিএনপির অভিযোগ জেনারেল।

ঢাকা-১৮ আসনে উপনির্বাচনে ২১৭ কেন্দ্রের মধ্যে হাবিব হাসান নৌকা প্রতীকে ৭৫,৮২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসাইন পেয়েছেন ৫,৩৬৯ ভোট। নির্বাচনে ১৪.১৮ শতাংশ ভোট পড়েছে। ৫,৭৭,১১৬ টি ভোটের মধ্যে মোট ভোট পড়েছে ৮১,৮১৮টি।

সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল হোসেন জানান, সদর উপজেলার ৫টি ইউনিয়নের ৫৮টি কেন্দ্রের সবকটির ফলাফলে নৌকা প্রতিকে তানভীর শাকিল জয় পেয়েছেন ৬৯ হাজার ৭৪৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম রেজা ধানের শীষ প্রতিকে পেয়েছেন ৩শ ৩৪ ভোট। এখানে মোট ভোটের সংখ্যা ১ লাখ ৪৯ হাজার ৫৮৩। অপরদিকে কাজিপুর পৌরসভা ও ১২টি ইউনিয়নের ১শ ১৩টি কেন্দ্রের মধ্যে সবকটির ফলাফলে নৌকা প্রতিক পেয়েছে ১ লাখ ১৮ হাজার ৫৭৯ ভোট। প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতিকে পেয়েছেন ১৩৪ ভোট। 

গত ১ জুন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সংসদ সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুর মধ্য দিয়ে সিরাজগঞ্জ-১ আসনটি শূন্য হয়। অন্যদিকে, গত ৯ জুলাই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের সংসদ সদস্য সাহারা খাতুনের মৃত্যুর মধ্য দিয়ে ঢাকা-১৮ আসনটি শূন্য হয়।

এ সম্পর্কিত আরও খবর