ভারতে পাচারের শিকার ৩০ নারী-পুরষ-শিশুকে বেনাপোলে হস্তান্তর

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল (যশোর) | 2023-08-28 11:00:17

ভাল কাজের প্রলোভনে বিভিন্ন সময় ভারতে পাচারের শিকার ৩০ বাংলাদেশি নারী, শিশুকে ফেরত পাঠিয়েছে ভারত সরকার। ভারতে নিযুক্ত বাংলাদেশ উপ-হাইকমিশনারের সহযোগিতায় এরা দেশে ফেরার সুযোগ পায়।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা বাংলাদেশিরা হলেন- নওগাঁর জহির আলীর ছেলে শহিদ (১৪), সিরাজগঞ্জ জেলার মিলন হকের ছেলে নাইমুল হক (১৪), পিরোজপুরের শাহিন তালুকদারের ছেলে সাব্বির তালুকদার (১২), চট্রগ্রামের মুজিব শেখের ছেলে ইব্রাহীম শেখ, ঠাকুরগাঁওয়ের শুশিল রায়ের ছেলে বিপ্লব রায় (১৪), পাবনার তাহের আলীর মেয়ে মাহফুজা খাতুন (১৫), সাতক্ষীরার বাবুল সরদারের মেয়ে চুমকি খাতুন (১৪), রাজশাহীর আবুল কালমের মেয়ে লাবনী আক্তার (১৬), গোপালগঞ্জের মুজিবর সিকদারের মেয়ে শাপলা সিকদার (১৬), খুলনার অহিদুলের মেয়ে নীলা খাতুন (১৬), চট্রগ্রমের রশিদ হাওলাদারের মেয়ে উম্মেকুলসুম (১৩) ও জুমিনি আক্তার (১৬), খুলনার মুক্তার শেখের মেয়ে সায়রা খাতুন (১৯), জয়পুরহাটের কালু শেখের মেয়ে কাকলী (১৬), মাগুরার ইলিয়াছের মেয়ে আরুফা খাতুন (৩৫), কালামিয়া মুন্সীর মেয়ে দিলারা বেগম (১৯), আব্দুস সালমের মেয়ে জান্নাত আরা (৭) ও রিয়া আক্তার (১৪), সেলিম মিয়ার মেয়ে সাদিয়া আক্তার ( ১৪) ও মিনারা আক্তার (১৮), সালামের মেয়ে রুখসানা আক্তার (৫), একই জেলার সালামের ছেলে সামি (৩), ঢাকার মহি হোসেনের মেয়ে মুক্তা আক্তার ( ১৭), বাগেরহাটের আসলাম খানের মেয়ে তামান্না আক্তার (১৭), দিনাজপুরের হুমায়ুন কবিরের মেয়ে হুমাইরা খাতুন (১২) ও ছেলে আমেদ আলী (১৪), নারায়ণগঞ্জের আলম মিয়ার ছেলে নুর ইসলাম (১৩), খুলনা জেলার রবিন অধিকারীর ছেলে আকাশ অধিকারী (১৩) ও চাপাইনবাবগঞ্জের প্রতাপ ঘোষের ছেলে প্রকাশ ঘোষ।

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনারের মিনিস্টার (পলিটিক্যাল) বিএম জামাল হোসেন জানান, প্রলোভনে পড়ে এসব নারী, শিশুরা পাচারের শিকার হয়েছিল। তাদের উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ফেরত আসা ৩০ বাংলাদেশিদের মধ্যে ২৪ জনকে বেনাপোল চেকপোস্ট থেকে তাদের পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে। ৬ জনকে পৌছে দেওয়ার জন্য গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি।

বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির যশোর শাখার প্রগ্রামার রেখা বিশ্বাস জানান, ফেরত আসা নারী,শিশুদের অবিভাবকদের পরিবার যদি পাচারকারীদের শনাক্ত করে মামলা করতে চায় আইনী সহযোগিতা করা হবে।

বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে ট্রাভেল পারমিটে হস্তান্তর করেছে। কাগজ পএের আনুষ্ঠানিকতা শেষে এদেরকে এনজিও সংস্থা গ্রহণ করেছে। পরবর্তীতে এনজিও সংস্থা তাদের পরিবারে কাছে হস্তান্তর করবে বলে তিনি জানান।

এ সম্পর্কিত আরও খবর