‘রাজস্ব আদায়ের সঙ্গে নাগরিক সেবাও বৃদ্ধি করতে হবে’

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা | 2023-08-20 17:33:20

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো.তাজুল ইসলাম বলেছেন, শহরে বসবাসরত মানুষের কাছ থেকে রাজস্ব আদায় করবেন, হোল্ডিং ট্যাক্স নিবেন আর নাগরিক সুবিধা দিবেন না, এটা হতে পারে না।

সিটি কর্পোরেশন ও পৌরসভাসহ স্থানীয় সরকার বিভাগের অধীনে থাকা প্রতিষ্ঠানগুলোকে শুধু রাজস্ব আদায় বৃদ্ধি করলেই হবে না, নাগরিক সেবা এবং সেবার মানও বৃদ্ধি করতে হবে।

শনিবার (১৪ নভেম্বর) কুমিল্লা কাব অডিটরিয়ামে আইসিটি ডিভিশনের উদ্যোগে আয়োজিত ‘‘রোড টু স্টার্টআপ: ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ’’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, সিটি কর্পোরেশনসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে রাজস্ব আয় বৃদ্ধি করে স্বনির্ভরশীল হতে হবে। রাজস্ব আদায়ে কোন রকম বৈষম্য করা যাবে না।

মন্ত্রী তরুণদের উদ্দেশ্যে বলেন, তরুণ উদ্ভাবকদের মেধা, সৃজনশীলতা ও মানসিক শক্তিকে কাজে লাগাতে হবে। ডিজিটালাইজেশনের মাধ্যমে আমরা দেশের অসংখ্য উন্নয়ন করতে পারছি। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে সময়কে কাজে লাগাতে হবে এবং দুর্নীতিকে না বলতে হবে।

এ সম্পর্কিত আরও খবর