কমলাপুরে পালিত হলো রেল দিবস

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 01:19:39

কমলাপুর রেলস্টেশনে নানান ধরনের কর্মসূচির মাধ্যমে পালিত হল রেল দিবস। ১৮৬২ সালের ১৫ নভেম্বর চুয়াডাঙ্গা জেলার দর্শনা থেকে কুষ্টিয়া জেলার জাগতি পর্যন্ত ৫৩ কিলোমিটার ব্রডগেজ রেললাইন চালুর মাধ্যমে বাংলাদেশ অংশে রেল পরিবহন সেবা চালু হয়।

রোববার (১৫ নভেম্বর) সকালে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো.শামসুজ্জামান কমলাপুর স্টেশনে দিবসটির শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরে রংপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

উদ্বোধনী বক্তব্যে রেলের এই ডিজি বলেন, ‘বাংলাদেশ রেলওয়ে যেভাবে এগোচ্ছে এবং যাত্রীদের যে সেবা পাওয়ার প্রত্যাশা তার প্রেক্ষিতে ভবিষ্যৎ বাংলাদেশ রেলওয়েতে আরো অনেক ধরনের সেবা চালু করা হবে। সামনের রেলের বহরে লাগেজ ভ্যান, লাগেজ পার্সেল ভ্যান চালু করা হবে। বাংলাদেশ রেলকে একটি আধুনিক রেলওয়েতে পরিণত করা হবে।’

এসময় উপস্থিত ছিলেন, রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক ঢাকা (ডিআরএম) সাদেকুর রহমান, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামিল মোহসী, কমলাপুর রেল স্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ.মাসুদ সারোয়ারসহ অন্যান্য বিভাগীয় কর্মকর্তারা।

এ সম্পর্কিত আরও খবর