রেল ছাড়া দেশের ধারাবাহিক উন্নয়ন সম্ভব না: রেলমন্ত্রী

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 17:05:45

রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, 'আমাদের উন্নয়নের প্রত্যেকটি অগ্রযাত্রার ক্ষেত্রে রেলের অবদান রয়েছে। তাই রেলকে ছাড়া একটা দেশের ধারাবাহিক উন্নয়ন কখনো সম্ভব নয়'।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে রেল ভবনে রেল দিবস-২০২০ উপলক্ষে আলোচনা সভায় রেলমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, 'অন্যান্য যেকোনো প্রতিষ্ঠানের চেয়ে রেল সবচেয়ে সমৃদ্ধ। আমাদের মুক্তিযুদ্ধকে সহজ করার জন্য রেলের অনেক ব্রিজ ভেঙে দেওয়া হয়েছিলো। যাতে হানাদার বাহিনী যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে'।

আগের অবস্থা থেকে রেলকে ফিরিয়ে আনা হবে উল্লেখ করে রেলমন্ত্রী বলেন, 'বিভিন্ন সময়ে যারা দায়িত্বে ছিলেন তাদের ভ্রান্ত নীতির কারণে রেল খুব বেশি আগাতে পারেনি। কিন্তু আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী রেল ব্যবস্থার জন্য আলাদা মন্ত্রণালয় গঠিত করেছেন। আমরা সুষ্ঠু পরিকল্পনার মধ্য দিয়ে রেলকে পূর্বের অবস্থা থেকে ফিরিয়ে আনতে পারবো'।

তিনি আরো বলেন, 'রেলকে জানতে হলে তার আগে ইতিহাস জানতে হবে। ভবিষ্যতে জাতীয়ভাবে রেল দিবস পালন করা হবে'।

বাংলাদেশে রেলওয়ের মহাপরিচালক মো.শামসুজ্জামানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, অতিরিক্ত মহা-পরিচালক অপারেশন মো. মিয়া জাহানসহ অন্যান্য কর্মকর্তারা।

এ সম্পর্কিত আরও খবর