রোহিঙ্গাদের জন্য ১৫ লাখ ডলার দিয়েছে দ. কোরিয়া

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 02:10:46

রোহিঙ্গা মানবিক সংকট মোকাবিলায় কক্সবাজারের কার্যক্রমকে সমর্থন করার জন্য ইউএনএইচসিআরের মাধ্যমে ১৫ লাখ ডলার দিয়েছে দক্ষিণ কোরিয়া।

রোববার (১৫ নভেম্বর) দেশটির দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

২০১৭ সালে রোহিঙ্গা সংকট শুরু হওয়ার পর থেকে কোরিয়া সরকার শরণার্থী সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে নিবিড়ভাবে কাজ করে চলেছে। কোরিয়া ইউএনএইচসিআর বাংলাদেশ অফিসকে রোহিঙ্গা শরণার্থী সম্পর্কিত কার্যক্রমের জন্য এ পর্যন্ত ৪২ লাখ মার্কিন ডলার সরবরাহ করেছে।

২০২০ সালের ২২ অক্টোবর রোহিঙ্গা শরণার্থী ইস্যুতে টেকসই সহায়তার সম্মেলনে কোরিয়ান সরকার রোহিঙ্গা শরণার্থীদের দীর্ঘায়িত মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। কোরিয়া দূতাবাস রোহিঙ্গা শরণার্থীদের দ্বারা বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে ঘনিষ্ঠ সহযোগিতায় উদ্ভূত মানবিক সঙ্কট মোকাবেলায় সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবে।

এ সম্পর্কিত আরও খবর