গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানতে বিআরটি'র নির্দেশনা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 02:41:26

 

গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেলে চলাচলের জন্য স্বাস্থ্যবিধি প্রতিপালন সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বুধবার (১৮ নভেম্বর) বিষয়টি জানা যায়। গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানতে কিছু শর্তাবলী দিয়েছে বিআরটিএ। যা মেলে চলার জন্য অনুরোধ করেছে।

গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানতে বিআরটি'র নির্দেশনা

১। আসন সংখ্যার অতিরিক্ত কোনো যাত্রী পরিবহন করা যাবে না।

২। গণপরিবহনে যাত্রী, চালক, সুপারভাইজার/ কন্ডাক্টার, হেল্পার এবং টিকিট বিক্রয় কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিগণের মাস্ক পরিধান/ ব্যবহার নিশ্চিত করতে হবে এবং তাদের হাত ধোয়ার জন্য পর্যাপ্ত সাবান পানি হ্যান্ড স্যানিটাইজার এর ব্যবস্থা রাখতে হবে।

৩। গণপরিবহন সমূহ জ্বালানি সংগ্রহ ও জরুরি প্রয়োজন ছাড়া পথিমধ্যে কোন যাত্রাবিরতি করতে পারবে না এবং মধ্যবর্তী স্থানে যাত্রী ওঠানোর জন্য থামানো যাবে না।

৪। যাত্রার শুরু এবং শেষে যানবাহন পরিষ্কার- পরিচ্ছন্ন জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করতে হবে। এছাড়াও যানবাহনের মালিকগণকে যাত্রীগণের হাতব্যাগ মালপত্র জীবাণুনাশক ছিটিয়ে জীবাণুমুক্ত করার ব্যবস্থা করতে হবে।

৫।বাসে ওঠার ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

৬।গণপরিবহনের স্বাস্থ্যবিধি সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় বিষয়দি মেনে চলতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এ সম্পর্কিত আরও খবর