মাস্ক ব্যবহার না করায় ৭ ব্যক্তির জরিমানা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ | 2023-08-23 23:42:12

মাস্ক ব্যবহার না করে বাইরে চলাফেরা করায় মানিকগঞ্জের সাটুরিয়ায় সাত ব্যক্তিকে তিন হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সময়ে মাস্ক ব্যবহারকারী শতাধিক ব্যক্তিকে ফুল ও মাস্ক দিয়ে শুভেচ্ছাও জানানো হয় ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাটুরিয়া বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন।

এ বিষয়ে তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতি গ্রহণ করেছে সরকার। সেই লক্ষে উপজেলার বিভিন্ন এলাকায় মাস্ক ব্যবহারের প্রয়োজনীয়তা উল্লেখ করে মাইকিং করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সাটুরিয়াবাসীদের মাস্ক ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে।

এরপরও মাস্ক ছাড়া বাইরে চলাফেরা করায় সাটুরিয়া বাজার এলাকায় সাত ব্যক্তিকে মোট তিন হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে মাস্ক ব্যবহারকারী শতাধিক ব্যক্তিকে ফুল ও মাস্ক দিয়ে শুভেচ্ছা জানানো হয়। জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে জানিয়ে সকলকে মাস্ক ব্যবহার করার জন্য অনুরোধ জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর