আশুগঞ্জে ওয়াকিটকি-ফেন্সিডিলসহ আটক ৪

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ব্রাহ্মণবাড়িয়া | 2023-08-23 03:27:19

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ওয়াকিটকি ও ৬৬ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব সদস্যরা। বুধবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার আশুগঞ্জ টোলপ্লাজা থেকে তাদের আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব সদস্যরা।

আটককৃতরা হলো- ভৈরবের লক্ষ্মীপুর এলাকার মোশারফ হোসেন মিন্টু মিয়ার ছেলে মো. নাঈম হোসেন (২০) ও আবিদ হোসেন (১৯), তাতারকান্দি এলাকার আবুল কালাম এর ছেলে মহিশীনুর রহমান হৃদয় (২৩), কমলপুর মধ্যপাড়া এলাকার হোসেন মিয়ার ছেলে মোঃ রুবেল মিয়া, (২১)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজায় অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এসময় তাদের নিরাপত্তা চৌকির সামনে একটি জিপ আসলে সেটিকে তারা সংকেত দিয়ে থামিয়ে তল্লাশি চালায়। পরে জীপের ভেতরে একটি স্কুল ব্যাগের মধ্যে ৬৬ বোতল ফেন্সিডিল, একটি ওয়াকিটকি, স্টিলের লাঠি ও মাদক বিক্রির ৭০ হাজার টাকা জব্দ করা হয়।

ভৈরব র‌্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন জানান, আটককৃতদের হেফাজতে থাকা একটি স্কুল ব্যাগ তল্লাশি করে ৬৬ বোতল ফেন্সিডিল, একটি ব্যবহৃত জীপ, একটি ওয়াকিটকি স্টিলের লাঠি, মাদক বিক্রির নগদ ৭০ হাজার টাকা উদ্ধার করে জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করে তাদের কাছে হস্থান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর