রৌমারী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুড়িগ্রাম | 2023-08-24 16:57:51

কুড়িগ্রামের রৌমারী উপজেলার খাঁটিয়ামাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হাসিনুর হোসেন ওরফে ফকির চাঁন (২৮) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) রাত দেড়টায় খাটিয়ামাড়ী সীমান্তে বিএসএফ কর্তৃক মৃত্যুর এ ঘটনাটি ঘটেছে।

নিহত হাসিনুর উপজেলার রৌমারী ইউনিয়নের খাঁটিয়ামাড়ীর এলাকার হাশেম আহমেদ এর ছেলে।

রৌমারী সদর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম সালু জানান, হাসিনুর সীমান্তে দিয়ে গরু আনাসহ বিভিন্ন ধরনের অবৈধ ব্যবসার সাথে জড়িত ছিল।

এ ব্যাপারে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ বলেন, রৌমারী সীমান্তে একটি মৃত্যুর ঘটনা ঘটেছে এমনটাই শুনেছি। এটা তদন্তের মাধ্যমে দেখা হচ্ছে।

রৌমারী থানার ডিউটি অফিসার মুনতাসির বিল্লাহ বলেন, সীমান্তে একটি মৃত্যুর ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে মর্গে নেয়া হচ্ছে। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের পর জানা যাবে।

এ সম্পর্কিত আরও খবর