লক্ষ্মীপুরে সরকারি কর্মচারীদের পূর্ণ দিবস কর্মবিরতি

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লক্ষ্মীপুর | 2023-08-31 22:29:23

সরকারি বিভিন্ন দপ্তরে কর্মরত ১৩-১৬ গ্রেডের কর্মচারীদের পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নিতকরণের দাবিতে লক্ষ্মীপুরে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) লক্ষ্মীপুর শাখার উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন কর্মচারীরা।

কর্মসূচিতে জেলা প্রশাসক কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের কর্মচারীরা ষষ্ঠ দিনের মত অংশ নেন।

এতে বক্তব্য রাখেন- সমিতির লক্ষ্মীপুর শাখার সভাপতি মাসুম কবির, সাধারণ সম্পাদক পরিক্ষিত চন্দ্র দেবনাথ, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী মো. ইব্রাহীম ও দেবজিত চন্দ্র নাথ প্রমুখ।

তারা বলেন, কর্মচারীদের দাবি বাস্তবায়নে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা একমত পোষণ করলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। এজন্য দাবি আদায় আন্দোলনে কর্মবিরতি কর্মসূচিতে নেমেছেন তারা। এ কর্মবিরতি আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে বলেও জানান বক্তারা।

এ সম্পর্কিত আরও খবর