সময়মত সুষ্ঠু নির্বাচন হবে: ড.গওহর

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-05-21 01:23:36

 

আগামী সংসদ নির্বাচন কোনো প্রকার রাজনৈতিক প্রতিবন্ধকতা ছাড়াই সুষ্ঠু  এবং সময়মত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ড.গওহর রিজভী।

তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনো প্রকার সংশয় নেই। সময় ও নিয়ম অনুযায়ী যথা সময়ে সুষ্ঠু অবাধ নির্বাচন হবে।

রোববার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল বাংলাদেশ অস্ট্রেলিয়া বাণিজ্য ও বিনিয়োগ সুযোগ নিয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন।

স্বাগত বক্তব্য দেন বাংলাদেশে অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিব্লেট।

গওহর রিজভী আশা প্রকাশ করেন, সকলে গণতান্ত্রিক ধারা বজায় রাখার জন্য সঠিক সময়ে এগিয়ে আসবে।

এদেশে নির্বাচনের ফল সব সময় অনিশ্চিত হতে পারে। কিন্তু এদেশের উন্নয়ন চলমান ও নিশ্চিত থাকতে হবে। এটির কোনো অদল-বদল ঠিক হবে না।

তিনি বাংলাদেশে বিদেশি বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, দ্রুত বর্ধনশীল বাজার, সস্তা শ্রমিক থেকে শুরু করে রফতানি পণ্য তৈরি এদেশ যে অগ্রগতি দেখিয়েছে তার জন্য এখানে বিনিয়োগ করা লাভজনক।

তাই সকলকে একটি স্থিতীশীল রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে হবে।

এ সম্পর্কিত আরও খবর