‘ধানের ন্যায্যমূল্য পাচ্ছেন বলেই ধান উৎপাদনে আগ্রহী কৃষকরা’

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নওগাঁ | 2023-08-25 21:43:01

ধানের ন্যায্যমূল্য পাচ্ছেন বলেই ধান উৎপাদনে আগ্রহী হচ্ছেন কৃষকরা বলে মক্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নওগাঁর পোরশা উপজেলায় ২০২০-২১ রবি মৌসুমে কৃষকের মাঝে বিনামূল্যে ৪ হাজার ৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ ও কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

এ সময় মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর আহবান এক ইঞ্চি জমিও যাতে ফাঁকা না থাকে। এরই ধারাবাহিকতায় কৃষকের মাঝে সার, ভুট্টা ও গমের বীজসহ বিভিন্ন বিতরণ করা হয়েছে।

মন্ত্রী বলেন, যেহেতু আমরা গম, ভুট্টা বিদেশ থেকে আমদানি করে থাকি। তাই কৃষকেরা খালি জমি ফেলে না রেখে ধানের পাশাপাশি গম ভুট্টা চাষ করে লাভবান হতে পারে এবং জাতীয় ভাবেও আমরা লাভবান হব।

অনুষ্ঠানে জেলা খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুক হোসেন পাটোয়ারী, উপজেলা চেয়ারম্যান শাহ মঞ্জুর এ মোর্শেদ, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা মাহাফুজ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর