গাইবান্ধায় মুখে নেই মাস্ক, ৯ জনকে জরিমানা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা | 2023-08-19 16:19:20

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় করোনাভাইরাস সংক্রমণ দ্বিতীয় ঢেউ মোকবিলায় স্বাস্থ্যবিধি অমান্যসহ মুখে মাস্ক পরিধান না করায় ৯ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে পলাশবাড়ী উপজেলা শহরে ভ্রাম্যমানণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেরিনা আফরোজ। এসময় মুখে মাস্ক পরিধান না করায় ৯ জনকে সাড়ে ৩ হাজার টাকা জরিমানা করেন তিনি।

পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মেরিনা আফরোজ বার্তা২৪.কম’কে বলেন, করোনাভাইরাস এর মহামারি আবারও আমাদের জীবনযাত্রাকে ব্যহত করছে। এই শীতে করোনার দ্বিতীয় ঢেউ হিসেবে অনেকে আক্রান্ত হচ্ছেন এবং মৃত্যুবরণ করছেন। তাই নতুন স্বাভাবিক জীবনযাপনের প্রতি সরকার বেশি গুরুত্ব দিচ্ছে। এরই ধারাবাহিকতায় লকডাউনে না গিয়ে সবাইকে মাস্ক পরিধান নিশ্চিত করার জন্য এমন অভিযান চলামান থাকবে।

এ সম্পর্কিত আরও খবর