পুঁথি গবেষক ইসহাক চৌধুরী আর নেই

, জাতীয়

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 01:20:44

পুঁথি গবেষক মুহাম্মদ ইসহাক চৌধুরী আর নেই। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় চট্টগ্রামের সার্জিস্কোপ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭১ বছর। তিনি দীর্ঘদিন হৃদরোগে ভুগছিলেন।

চট্টগ্রাম বিশ্ববিদালয়ের (চবি) কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. মহীবুল আজিজ বার্তা২৪.কমকে জানান, মরহুম চৌধুরী একাধারে লেখক, গবেষক ও পুঁথি সংগ্রাহক ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিবলিও গ্রাফার হিসেবে সফল কর্ম থেকে অবসর গ্রহণ করে গবেষণা কর্মে নিয়োজিত ছিলেন। তিনি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুর্লভ পুঁথি-সংগ্রহ বিষয়ের অভিজ্ঞ এবং প্রাচীন ও মধ্যযুগ বিশেষজ্ঞ মরহুম আবদুস সাত্তারের পুত্র। তার কন্যা চবি বাংলা বিভাগের প্রাক্তন কৃতি ছাত্রী জান্নাতুল নাইমা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০ টায় চট্টগ্রামের দক্ষিণ হুলাইনে মরহুুুুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এ সম্পর্কিত আরও খবর