বাউল গান করার অনুমতি প্রাপ্তির জন্য মানববন্ধন

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ | 2023-08-26 00:27:03

স্বাস্থ্য বিধি মেনে বাউল গানের অনুমতি প্রাপ্তির জন্য মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টার দিকে জেলা বাউল শিল্পীবৃন্দদের আয়োজনে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন পালন করা হয়।

মানববন্ধনে তারা আলী দেওয়ান, জালাল সরকার, তাপসী সরকার, হেলাল সরকার ও আমজাদ দেওয়ানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, করোনাভাইরাসের কারণে বাউল শিল্পীরা দীর্ঘদিন ধরে বসে আছে। করোনার কারণে গান বাজনা করা যাচ্ছে না এভাবে বসে থাকতে থাকতে অর্থনৈতিকসহ নানা সমস্যায় পরতে হচ্ছে। বাউল শিল্পীরা গান বাজনা ছাড়া অন্য কাজ করতে পারে না। মানবিক বিবেচনায় হলেও বাউল শিল্পীদের স্বাস্থ্যবিধি মেনে গান করার অনুমতি দেওয়ার জন্য আবেদন জানান বক্তারা।

উল্লেখ্য,মহামারি করোনাভাইরাসের জন্য চলিত বছরের মার্চ মাস থেকে সামাজিক, ধর্মীয় অনুষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের কার্যাক্রম বন্ধ করে দেয় সরকার। তবে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে অধিকাংশ প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করলেও বাউল শিল্পীদের গান বাজনা বন্ধ রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর