রামগঞ্জে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লক্ষ্মীপুর | 2023-08-25 04:18:22

টেকনিক্যাল পদমর্যাদা ও বেতন বৈষম্য নিরসনের দাবিতে লক্ষ্মীপুরের রামগঞ্জে স্বাস্থ্য পরিদর্শক ও সহকারীরা কর্মবিরতি কর্মসূচি পালন করেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিনব্যাপী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তারা কাজ বন্ধ রেখে অবস্থান কর্মসূচি পালন করে। এইচআই, এএইচআই ও হেলথ অ্যাসিস্টেন্ট অ্যাসোসিয়েশনের সমন্বয়ে গঠিত বাস্তবায়ন কমিটির রামগঞ্জ শাখা এ আয়োজন করে।

এসময় বক্তব্য রাখেন- দাবি বাস্তবায়ন কমিটির জেলার মুখপাত্র জামাল উদ্দিন, সংগঠনের রামগঞ্জ উপজেলা কমিটির প্রধান সমন্বয়ক মো. শহীদ উল্যাহ, সদস্য সচিব আনম আঃ করিম সদস্য ইউসুফ পাটওয়ারী, হেলথ এ্যাসিটেন্ট এসোসিয়েশনের উপজেলা সভাপতি বিল্লাল হোসেন ও সাধারণ সম্পাদক আবদুল আজিজ প্রমুখ।

বক্তারা বলেন, টেকনিক্যাল পদমর্যাদা ও বেতন বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন। এছাড়া ২০১৮ সালে তৎকালীন স্বাস্থ্য মন্ত্রী আশ্বাস দিলেও এখনো দাবি বাস্তবায়ন হয়নি। দ্রুত নিয়োগ বিধি সংশোধন করে স্বাস্থ্য পরিদর্শক, সহ-স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের ১১, ১২, ১৩তম গ্রেডে উন্নীত করতে হবে।

এ সম্পর্কিত আরও খবর