মাস্ক না পরায় ১২ জনকে র‍্যাবের অর্থদণ্ড

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-21 09:16:00

করোনাভাইরাস বিস্তার রোধে নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিতে রাজধানীতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে র‍্যাব-৪। এতে মাস্ক না পরায় ১২ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়। সেই সাথে ২ হাজার দিনমজুর ও রিকশাচালকের মাঝে মাস্ক বিতরণ করে তাদেরকে সতর্ক করা হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানের নেতৃত্বে মিরপুর দারুস সালাম এলাকায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ও জনসাধারণকে রক্ষার জন্য মাস্ক পরিধান, স্বাস্থ্যবিধি মেনে চলা ও জনসচেতনতা বৃদ্ধিতে মোবাইল কোর্টের মাধ্যমে এ অর্থদণ্ড দেয়া হয়।

র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, কোভিড-১৯ বিস্তার রোধে স্বাস্থ্যবিধি বজায় নিশ্চিতকরণে প্রচারণা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উদ্দেশ্যে রোবাস্ট পেট্রোলিংয়ের পাশাপাশি মানবিক সহযোগীতার হাত বাড়িয়েছেন র‌্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হকসহ র‌্যাব-৪ এর সকল সদস্যবৃন্দ।

করোনাকালীন সময়ে এমন জনসচেতনতামূলক কর্মসূচী, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালনে র‌্যাব-৪ এর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এ সম্পর্কিত আরও খবর