রোহিঙ্গা ক্যাম্পে ভারতীয় প্রতিনিধি দল

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম | 2023-08-11 00:26:12

রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছে ভারতীয় ১০ সদস্যের প্রতিনিধি দল। সোমবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে উখিয়ার বালুখালীর ১২ নম্বর ক্যাম্পে পৌঁছান।

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দলটি বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন। রোহিঙ্গাদের মাঝে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করার কথা রয়েছে।

এরআগে, সকাল নয়টা ১৫ মিনিটের দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তারা।

তাদের সঙ্গে  রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

উল্লেখ্য, গত বছরের ২৫ আগষ্টের পর থেকে এ পর্যন্ত মিয়ানমার সেনাদের নির্যাতনে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা প্রায় ১২ লাখের মতো। এই বিশাল সংকটের মধ্যে বিভিন্ন সময় রোহিঙ্গাদের জন্য ত্রাণ সামগ্রী পাঠালেও কোন সময় প্রতিনিধি পাঠায়নি ভারত। তাই ভারতীয় প্রতিনিধি দলের এ সফরের মধ্যে দিয়ে রোহিঙ্গা সংকট নিরসন প্রক্রিয়া আরও অনেকদূর এগিয়ে যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

এ সম্পর্কিত আরও খবর