নির্বাচনে সহিংসতা পরিহার করুন: ব্রিটিশ হাইকমিশনার

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপেন্ডন্ট,বার্তা২৪.কম | 2023-09-01 23:26:31

আসন্ন জাতীয় নির্বাচনে সহিংসতা পরিহার করতে রাজনীতিবিদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক।

১৭ সেপ্টেম্বর দুপুর সোয়া ১২ টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শান্তিতে বিজয় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশে শান্তি ও গণতন্ত্র বজায় রাখতে বিট্রেন সহায়তা করবে। যারাই নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট তাদের সুষ্ঠু নির্বাচন করতে আমরা সহায়তা করতে চাই। কারণ মানবাধিকার বজায় রাখতে হলে গণতন্ত্রের বিকল্প নেই। সকলের সমানে ভোট দেওয়ার সুযোগ থাকতে হবে। সকল নাগরিকের অবাধ অংশগ্রহণের  সুযোগ থাকতে হবে। 

তিনি বলেন, বাংলাদেশের মানুষ চায় শান্তিপূর্ণ ও সহনশীল রাজনৈতিক পরিবেশ। মানুষ রাজনৈতিক প্রক্রিয়া বা নির্বাচনী প্রক্রিয়ায় সহিংসতা চায় না। কারণ সহিংসতা শুধু রাজনীতিকদেরই ক্ষতিগ্রস্থ করে না সাধারণ মানুষেরও বিশাল ক্ষতি করে। এই কারণে সহিংসতা পরিহার করা উচিত। সাধারণ মানুষ এবং আমরা সবাই যাতে শান্তি বজায় রাখতে পারি-এজন্য আজকে একত্রিত হয়েছি।

এ সম্পর্কিত আরও খবর