গাইবান্ধায় সাড়ে ১৯ হাজার মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা | 2023-08-27 18:07:26

সরকারিভাবে গাইবান্ধার ১১টি খাদ্যগুদামে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ও মিলারদের থেকে চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ১৯ হাজার ৬৬৪ মেট্রিক টন।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে গাইবান্ধা জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

জানা যায়, চলতি আমন মৌসুমে জেলার ৭টি উপজেলায় ১১টি খাদ্যগুদাম রয়েছে। এগুলোর আওতায় মিলারদের কাছ থেকে সিদ্ধ চাল ১৩ হাজার ৫২০ মেট্রিক টন, আতপ চাল ৫৪৪ মেট্রিক টন ও সরাসরি কৃষকদের কাছ থেকে ৫ হাজার ৬০০ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। প্রতি কেজি ধান ২৬ টাকা, সিদ্ধ চাল ৩৭ টাকা ও আতপ চাল ৩৬ টাকা কেজি দরে ক্রয় করবেন।

এসব তথ্য নিশ্চিত করে গাইবান্ধা জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রিয়াজুর রহমান রাজু বার্তা২৪.কম-কে বলেন, ইতিমধ্যে ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু
হয়েছে। যা আগামী ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

এ সম্পর্কিত আরও খবর