করোনার ২য় ঢেউ, খুলনায় নতুন ২ জনের মৃত‌্যু

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খুলনা | 2023-08-20 21:58:20

খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে (ডায়াবেটিস হাসপাতাল) আরও দুইজনের মৃত্যু হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে নতুন দু’জনের মৃত‌্যুতে আতঙ্কিত হচ্ছেন নগরবাসী।

রোববার (২৯ নভেম্বর) পৃথক পৃথক সময়ে করোনা আক্রান্ত এ দু’জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ডাঃ ফরিদ উদ্দিন আহমেদ।

মৃত ব্যক্তিরা হলেন- পিরোজপুর সদরের ডুমুর তলা গ্রামের রতিন্দ্র নাথ সাহার পুত্র অতুল কৃষ্ণ সাহা (৬৫) ও খুলনা মহানগরীর মুজগুন্নীর আতাউল হকের ছেলে কাজী মোয়াজ্জেম হোসেন (৭৯)।

খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালের চিকিৎসক ফরিদ উদ্দিন আহমেদ জানিয়েছেন, পিরোজপুরের অতুল ২৮ নভেম্বর করোনা পজিটিভ হিসেবে করোনা হাসপাতালে ভর্তি হন। এখানে চিকিৎসাধীন অবস্থায় ২৮ নভেম্বর দিনগত রাত সোয়া ১২টায় মারা যান তিনি। আর মুজগুন্নীর মোয়াজ্জেম ২৮ নভেম্বর করোনা হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ২৯ নভেম্বর সকাল ৯টা ২০ মিনিটের দিকে মারা যান তিনি।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ রাশেদা সুলতানা জানান, গত ১০ মার্চ করোনার শুরু থেকে ২৯ নভেম্বর সকাল পর্যন্ত খুলনা জেলায় মৃত্যুবরণ করেন ১০৯ জন। আর খুলনা বিভাগে মারা গেছেন ৪২৪ জন। করোনা দ্বিতীয় ঢেউয়ে সবাইকে সতর্ক থাকার কথা বলেন তি‌নি।

এ সম্পর্কিত আরও খবর