হিন্দু রোহিঙ্গাদেরও দেখতে গেলেন হর্ষবর্ধন শ্রিংলা

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 18:08:46

কুতুপালং থেকে: রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে এসেছে ভারতীয় ১০ সদস্যের একটি প্রতিনিধি দল।

সোমবার (১৭ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে উখিয়া কুতুপালংয়ে হিন্দু রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন ওই প্রতিনিধি দলের সদস্যরা।

এ সময় প্রতিনিধি দলের প্রধান হর্ষবর্ধন শ্রিংলা হিন্দু রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত যাওয়ার বিষয়ে আশ্বস্ত করেন। রোহিঙ্গাদের নিরাপদে স্বদেশে ফেরত পাঠাতে ভারত কাজ করছে বলেও জানান তিনি।

এরআগে, দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়ার বালুখালী ১২ নাম্বার ক্যাম্পে ২৫০ পরিবারের মাঝে ১০ লিটার কেরোসিন ও একটি করে চুলা বিতরণ করা হয়। পাশাপাশি প্রায় ২০ হাজার পরিবারের জন্য ১১ লাখ কেরোসিন পাঠিয়েছে ভারত।

উল্লেখ, গত বছরের ২৫ আগস্টের পর মিয়ানমার সেনাদের নির্যাতনের ভয়ে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয় ৪৫০ হিন্দু রোহিঙ্গা। তাদের প্রথমে একটি হিন্দু পল্লীতে রাখা হলেও পরে কুতুপালংয়ে আলাদা ক্যাম্পে রাখা হয়।

এ সম্পর্কিত আরও খবর