অনলাইনে খাবার সরবরাহের উপর নীতিমালা প্রণয়নের দাবি

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 21:30:45

অনলাইনে খাবার সরবরাহের উপর নীতিমালা প্রণয়নের দাবি করেছেন খাদ্য ব্যবসার সাথে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

একইসাথে, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কে প্যারেন্ট অর্গানাইজেশন বলে অভিহিত করে সবাই এ সংস্থার নিবন্ধনের আওতায় থেকে পাশাপাশি কাজ করার অভিমত ব্যক্ত করেন তারা।

সোমবার (৩০ নভেম্বর) প্রবাসী কল্যাণ ভবনের বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে অনলাইনে নিরাপদ খাদ্য সরবরাহ ও আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন খাদ্য ব্যবসার সাথে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

মত বিনিময় সভায় সুলতান’স ডাইন, বার্গার কিং, স্টার কাবাব, ফখরুদ্দীন বিরিয়ানি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য মোঃ রেজাউল করিম তার বক্তব্যে বলেন, যারা খাবার উৎপাদন, বহন ও প্রস্তুত করে, তাদের সবার সাথে সমন্বয় সাধন করে কাজ করতে হবে। তাছাড়া সবাই কে নিজেদের সবার লেভেল থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর উপর জোর দেন।

এছাড়াও এ সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য সচিব আব্দুন নাসের খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাশ্বের আলম ও জ্যোতিশ্বর পাল।

এ সম্পর্কিত আরও খবর