মানিকগঞ্জে ৬ প্রতিষ্ঠানসহ এক ভুয়া ডাক্তারকে জরিমানা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ | 2023-08-25 18:10:28

মানিকগঞ্জের শিবালয় ও হরিরামপুর উপজেলার বিভিন্ন এলাকায় মূল্য টেম্পারিং, মেয়াদোত্তীর্ণ বীজ, কীটনাশক ও অধিক মূল্যে সার বিক্রয়সহ নানা অনিয়মের অভিযোগে ৬ ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এবং এক ভুয়া ডাক্তারকে জরিমানা করেছে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার রূপসা বাজার, বরংগাইল বাজার ও মাচাইন বাজারে অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল ।

এসব বিষয়ে আসাদুজ্জামান রুমেল বলেন, জেলার শিবালয় ও হরিরামপুর উপজেলার রূপসা বাজার, বরংগাইল বাজার ও মাচাইন বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ বীজ, কীটনাশক ও পণ্য সংরক্ষণের অভিযোগে রাজীব বীজ ভান্ডারকে ১০ হাজার, আশোতোষ স্টোরকে ৫ হাজার, সম্পা স্টোরকে ৫ হাজার , নারায়ণ স্টোরকে ২ হাজার, পোদ্দার স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও শুধুমাত্র ফার্মাসিস্ট ও পল্লী চিকিৎসক কোর্স সম্পন্ন করে ভিজিটিং কার্ড ও ব্যবস্থাপত্রে ডা. পদবি ব্যবহার করায় ফজলুর রহমান নামের এক ভুয়া ডাক্তারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান আসাদুজ্জামান রুমেল।

এ সম্পর্কিত আরও খবর