রাজধানীতে ২০ লাখ জাল নোটসহ গ্রেফতার ৩

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 22:33:08

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় অভিযান চালিয়ে ২০ লাখ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা তেজগাঁও বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- সুমন মিয়া, বিপ্লব হোসেন ও রাজিব শিকদার।

বুধবার (২ ডিসেম্বর) দুপুরে অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী পুলিশ কমিশনার মো. বায়েজীদুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, সোমবার (৩০ নভেম্বর) ঢাকা উদ্যানের সামনে থেকে জাল নোটসহ তাদেরকে গ্রেফতার করে সঙ্ঘবদ্ধ অপরাধ, গাড়িচুরি প্রতিরোধ ও উদ্ধার দল।

জাল টাকা। ছবি: বার্তা২৪.কম

পুলিশ কমিশনার জানান, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে জানতে পারি কতিপয় ব্যক্তি মোটা অংকের জাল নোটসহ ঢাকা উদ্যানের সামনে বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে সুমন নামের একজনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ লাখ জাল নোট, পরে বিপ্লবের কাছ থেকে ৬ লাখ এবং রাজিবের কাছ থেকে ৪ লাখ জাল নোট উদ্ধার করা হয়। তারা তিনজনই জব্দ করা ২০ লক্ষ জাল নোট প্লাস্টিকের বাজারের ব্যাগে বহন করছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা ‍দায়ের করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর