ফুলছড়ি-সাঘাটার মানুষ বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত: ডেপুটি স্পিকার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা | 2023-08-31 12:29:52

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি বলেছেন, গাইবান্ধার ফুলছড়ি ও সাঘাটা উপজেলার মানুষ বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত। এ এলাকার কোনো প্রকল্পের কথা শুনলেই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বাক্যে তা পাস করে দেন।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকেলে ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারী এলাকায় নদী ভাঙন রোধে একনেক সভায় প্রায় ৮০০ কোটি টাকার বরাদ্দ পাস হওয়ায় ডেপুটি স্পিকারকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, এই সংবর্ধনা আমার প্রাপ্য নয়। এটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাপ্য।

ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছাইদুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সাঘাটা উপজেলা পরিষদর চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, ফুলছড়ির আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, যুবলীগের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক এটিএম রাশেদুজ্জামান রোকন প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর