ডিসেম্বরের মধ্যে ভোলার ঘরে ঘরে বিদ্যুৎ যাবে: বাণিজ্যমন্ত্রী

বরিশাল, জাতীয়

ইসমাঈল হোসাইন রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-09-01 06:41:37

ভোলা থেকে: চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ভোলা জেলার ঘরে ঘরে বিদ্যুৎ থাকবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

সোমবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভোলার জেলা স্কুল মাঠে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ স্লোগানে এই কনসার্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, একসময় হারিকেন জ্বালিয়ে আমাদের চলতে হতো। এখন ঘরে ঘরে বিদ্যুৎ। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ভোলার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে। ২০২১ সালের মধ্যে ২১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করবে বাংলাদেশ। তখন সারাদেশের সকল মানুষ বিদ্যুৎ পাবে।

তোফায়েল আহমেদ বলেন, ইতোপূর্বে ভোলার নদীভাঙন রোধে ২৫শ' কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। শিবপুর, ধনিয়া, ইলিশাসহ বিভিন্ন এলাকা রক্ষা করতে পেরেছি। আগামী ২ তারিখ একনেকের বৈঠকে রাজাপুর ভাঙন রোধে ৫৫০ কোটি টাকার প্রকল্প পাস হচ্ছে।

শীঘ্রই ভোলা থেকে বরিশাল যাওয়ার সরাসরি ব্রীজ হবে বলেও জানান মন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, দেশের সব ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। উন্নয়ন মানে অর্থনৈতিক অগ্রগতিই নয়, মানবিক উন্নয়নও। আমাদের উত্তরাঞ্চলের মানুষদের একসময় বলা হতো মঙ্গা এলাকার মানুষ। ২০০৪ সালে ক্ষুধার জ্বালায় মানুষ মারা গেছে। একজন মুক্তিযোদ্ধা আত্মহত্যা করেছে। এখন এ অঞ্চলে সে অবস্থা আর নেই।

 

জাতীয় নির্বাচনের আগে সরকারের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে বিভাগীয় শহরগুলোর পর জেলা শহরে কনসার্ট আয়োজনের অংশ হিসেবে এ কনসার্টের আয়োজন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ স্লোগানে এই কনসার্টে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আতশবাজি প্রদর্শনী ও লেজার শোও করা হয়।

এ সম্পর্কিত আরও খবর