ফাইজার এবং বায়োএনটেকের সঙ্গে কোস্টারিকার চুক্তি

, জাতীয়

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 10:12:37

ফার্মাসিউটিক্যাল সংস্থা ফাইজার ইনক এবং তার জার্মান অংশীদার বায়োএনটেক এসই'র করোনা টিকার চুক্তি করেছে কোস্টারিকা।

দেশটির রাষ্ট্রপতি কার্লোস আলভারাডোর কার্যালয় থেকে বৃহস্পতিবার জানানো হয়েছে, আগামী বছর ৩ মিলিয়ন টিকা উৎপাদন ও সরবরাহের জন্য সংস্থাটির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হয়েছ। এক বিবৃতিতে জানানো হয়, প্রাথমিক চুক্তিতে ২০২১ সালের চার চতুর্থাংশে এই টিকা সরবরাহ করা হবে।

এই চুক্তির আওতায় টিকা প্রদানকারী প্রতিষ্ঠানটি কোস্টারিকার দেড় মিলিয়ন মানুষকে দুটি করে ডোজ প্রয়োগ করার অনুমতি দিবেন। করবে। এবং তা অবশ্যই অ্যাস্ট্রাজেনিকা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমর্থিত কোভাক্স ব্যবস্থা অনুসরণ করে।

উল্লেখ্য, এই চুক্তির মধ্যে দেশটির ৩ মিলিয়ন মানুষ পরবে, যা মোট জনসংখ্যার প্রায় ৬০ শতাংশ।

এ সম্পর্কিত আরও খবর