পটুয়াখালীতে করোনা শনাক্তে অ্যান্টিজেন টেস্ট শুরু, পেয়েছে ৫০০ কিট

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী | 2023-08-23 18:33:50

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার (৫ ডিসেম্বর) থেকে করোনা শনাক্তে অ্যান্টিজেন টেস্ট শুরু হয়েছে।

প্রতিদিন সকাল ৯ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত এই টেস্ট করোনা হবে। টেস্ট করাতে চাইলে রোগীর অবশ্যই করোনার উপসর্গ থাকতে হবে।

স্বাস্থ্য বিভাগ থেকে পটুয়াখালীতে অ্যান্টিজেন টেস্টের জন্য ৫০০ কিট সরবরাহ করা হয়েছে।

পরীক্ষার জন্য সংশ্লিষ্ট সকলের প্রশিক্ষণ দেয়া হয়েছে। এই পরীক্ষায় কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মতিন জানান, স্বাস্থ্য বিভাগ থেকে এ পর্যন্ত করোনার অ্যান্টিজেন টেস্ট করার জন্য ৫০০ পিস কিট সরবরাহ করা হয়েছে। এ ছাড়া পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকলের প্রশিক্ষণ দেয়া হয়েছে। তবে এই পরীক্ষা সম্পন্ন করাতে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার কথা জানান তিনি।

এ জন্য পরীক্ষার সাথে সংশ্লিষ্টদের ঝুঁকি ভাতা প্রদান, হাসপাতালে প্যাথলজিস্ট নিয়োগ করা এবং বিকল্প জনবল প্রস্তুত রাখার বিষয় গুরুত্ব দেন তত্ত্বাবধায়ক।

অ্যান্টিজেন করোনা পরীক্ষার ফল দ্রুত পাওয়া যাবে- এটা জেনে খুশি রোগী এবং তাদের স্বজনরা।

এ সম্পর্কিত আরও খবর