নোয়াখালীতে ৩ ইটভাটাকে অর্থদণ্ড

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী | 2023-08-26 03:17:58

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৩টি ইটভাটাকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার তিনটি ইটভাটায় ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ইট প্রস্তত করার উদ্দেশ্যে কৃষিজমি থেকে মাটি কেটে ইটের কাঁচামাল হিসাবে ব্যবহার করার অপরাধে এ অর্থদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

জরিমানাকৃত ইটভাটাগুলো হলো- সোনালী ব্রিক্স ম্যানুফ্যাকচারিং ৫০ হাজার, রাজু ব্রিকস ম্যানুফ্যাকচারিং ৫০ হাজার এবং এইচ এম বি সি ব্রিকস ১৬ হাজার টাকা।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৫(১) ধারা লঙ্ঘন করে ইট প্রস্তুত করার উদ্দেশ্যে কৃষিজমি হতে মাটি কেটে বা সংগ্রহ করে ইটের কাঁচামাল হিসাবে ব্যবহার করার অপরাধে ১ লাখ ১৬ হাজার অর্থদণ্ড করা হয় এবং আইন মেনে ইটভাটা পরিচালনা করার নির্দেশনা প্রদান করা হয়।

এ সম্পর্কিত আরও খবর