চট্টগ্রাম মিরসরাইয়ের মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী এলাকার ছদু হাজী বাড়ীতে অগ্নিকাণ্ডে ৯টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
রোববার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। মুহূর্তে আগুনের লেলিহান শিখায় একে একে ৯টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডে মো. নুর উদ্দিন, একরামুল হক মিয়া, আনোয়ার হোসেন, হেলাল উদ্দিন, শাহাদাৎ হোসেন, মাসুক উদ্দিন, সাইফুল ইসলাম, কালা মিয়ার ঘর পুরোপুরি ও আনোয়ারা বেগমের ঘর আংশিক পুড়ে যায়।
৭ন ওয়ার্ডের ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মহি উদ্দিন বলেন, আগুন লেগে ৯টি পরিবারের আসবাবপত্র, স্বর্ণালঙ্কার, মূল্যবান কাগজপত্র পুড়ে যায়। ওই বাড়ির একরামুল হক মিয়ার নগদ ৩ লাখ টাকা পুড়ে গেছে। অন্যদের ক্ষয়ক্ষতি এখনো জানা যায়নি।
মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশন ও সিভিল ডিফেন্সের ষ্টেশন কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যায়। আমরা যাওয়ার আগে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। যেখানে মুহূর্তের মধ্যে সব পুড়ে ছাই হয়ে যায়।
মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কবির আহমদ নিজামী বলেন, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জেনেছি। আগুনে ৯টি বসত ঘর ও আসবাবপত্র পুড়ে ছাই গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি বলে জানান তিনি।