নওগাঁয় শহীদ বুদ্ধিজীবীগণের তালিকা প্রকাশ

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নওগাঁ | 2023-08-21 12:24:26

নওগাঁর স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ মহান মুক্তিযুদ্ধে নওগাঁর শহীদ ২৪ জন বুদ্ধিজীবীদের নামের তালিকা প্রকাশ করেছে।

রোববার (৬ ডিসেম্বর) সকালে নওগাঁ প্যারীমোহন সাধারণ গ্রন্থাগারে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নামের তালিকা প্রকাশ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, একুশে পরিষদের সভাপতি অ্যাড. ডি. এম. আব্দুল বারী,সহ-সভাপতি অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, প্রতাপ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক এম এম রাসেল, সহ-সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন লিটন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রউফ পাভেল,উপদেষ্টা সাংবাদিক কায়েস উদ্দীন, প্রফেসর শরিফুল ইসলাম খান, ডা. ময়নুল হক দুলদুল প্রমুখ।

আয়োজকরা জানান, একুশে পরিষদ দীর্ঘদিন থেকে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা তৈরির দাবি জানিয়ে আসছে। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে দীর্ঘ দশ বছর যাবৎ মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করে যাচ্ছে। ইতোমধ্যে দু’টি গ্রন্থও প্রকাশ করেছে। যা গণহত্যা ১৯৭১: নওগাঁ এবং রক্ত ঋণ ১৯৭১: নওগাঁ। একুশে পরিষদের গবেষণায় নওগাঁয় এ পর্যন্ত ২৪ জন শহীদ বুদ্ধিজীবীর তথ্য পাওয়া গেছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনের ।

একুশে পরিষদ নওগাঁ-র সাধারণ সম্পাদক এবং মুক্তিযুদ্ধের গবেষক মোস্তফা-আল-মেহমুদ এবিষয়ে বিস্তর গবেষণা করে যাচ্ছেন। তাঁর গবেষণার ওপর ভিক্তি করে এ তথ্য গুলো উপস্থাপন করা হয়। শহীদ অহীভূষণ সাহা (শিক্ষক), শহীদ পণ্ডিত মানিক কিশোর নান্যাসী (সঙ্গীতজ্ঞ), শহীদ লে. আনোয়ারুল আজিম (ভাষাসংগ্রামী), শহীদ মখলেছার রহমান চৌধুরী (শিক্ষক), শহীদ নাজমুল হক (সুপার কর্মকর্তা), শহীদ মোহাম্মদ হানিফ (ব্যাংক কর্মকর্তা), শহীদ সামসুদ্দিন সরদার (পুলিশ কর্মকর্তা), শহীদ সুরত আলী মন্ডল ( ১৯৫৪-র এম এল এ), শহীদ সিরাজুল ইসলাম (সরকারি কর্মকর্তা), শহীদ মোয়াজ্জেম হোসেন (সরকারি কর্মকর্তা), শহীদ কাজী আব্দুল জব্বার (শিক্ষক), শহীদ আব্দুল হামিদ চৌধুরী (চাকরিজীবী), শহীদ রাধা গোবিন্দ সরকার (শিক্ষক), শহীদ আকতারুজ্জামান (জনপ্রতিনিধি), শহীদ মন্ম নাথ রায় ( শিক্ষক), শহীদ খাজা আব্দুস ছাত্তার (শ্রমিক নেতা), শহীদ মমতাজ উদ্দিন খা (ব্যাংক কর্মকর্তা), শহীদ আবুল কাশেম (সরকারি চাকরিজীবী), শহীদ আবু ফারুক চৌধুরী (আইনজীবী), শহীদ আব্দুল জব্বার (আইনজীবী), শহীদ বাসির আলী (নাট্যশিল্পী), শহীদ আমজাদ হোসেন (রাজনীতিক), শহীদ এস এম ফজলুল হক (কলেজ শিক্ষক), শহীদ জিতেন্দ্র নাথ সরকার (শিক্ষক)।

এ সম্পর্কিত আরও খবর