ব্রাহ্মণপাড়া নির্বাচনে সাংবাদিকদের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা | 2023-08-26 16:07:34

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের উপনির্বাচনে হামলায় আহত হয়েছেন অন্তত ৫ জন সাংবাদিক।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার দুলালপুর কেন্দ্রে সংবাদ সংগ্রহে যাবার সময় হামলায় শিকার হন তারা। এ সময় দুটি গাড়ি ভাঙচুর করা হয়।

আহতরা হলেন, সাংবাদিক ইমতিয়াজ আহমেদ জিতু, আশিকুর রহমান, জহিরুল হক বাবু, বাপ্পি, বিপ্লবসহ ৫ জন।

আহতদের অভিযোগ, নৌকা প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর খান চৌধুরীর সমর্থকরা সাংবাদিকদের ওপর এই হামলা চালিয়েছে।

স্থানীয় সংবাদকর্মী মাহফুজ নান্টু জানান, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একজনের অবস্থা খুবই খারাপ।

আহত সাংবাদিক জহিরুল হক বাবু জানান, আমরা দুলালপুর কেন্দ্রে যাবার সময় ২০/২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করে। তারা প্রথমে আমাদের গাড়ি ভাঙচুর করে। পরে আমাদের ওপর হামলা করে।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, হামলার বিষয়ে অবগত হয়েছি। দুলালপুর কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে, এসব বিষয়ে জানতে নৌকা প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর খান চৌধুরীর মোবাইল ফোনে বারবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ সম্পর্কিত আরও খবর