আশুগঞ্জে র‌্যাব সদস্যকে মারধর, গ্রেফতার ৩

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ব্রাহ্মণবাড়িয়া | 2023-09-01 11:17:03

সাদা পোশোকে কর্তব্যরত অবস্থায় র‌্যাব সদস্যকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হানিফ মুন্সির ছেলে আরিফুর রহমানসহ তিনজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকালে ব্রাহ্মণবাড়িয়া আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হলো- আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হানিফ মুন্সির ছেলে মো. আরিফুর রহমান, উপজেলার চরচারতলা ইউনিয়নের সবুর মুন্সির ছেলে আরিয়ান সারের চঞ্চল ও আড়াইসিধা ইউনিয়নের আফাজ উদ্দিনের ছেলে মো. সালাহ উদ্দিন মিলন। তবে উপজেলা চেয়ারম্যান র‌্যাবের দায়ের করা অভিযোগের সাথে প্রকৃত ঘটনার কোন মিল নেই বলে দাবি করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-১৪ ক্যাম্পের সদস্য ল্যান্স নায়েক মো. আ. রউফসহ আরো এক সদস্য সাদা পোশাকে সরকারি কাজে আশুগঞ্জ বাজারের মুন্সি মার্কেটে যান। সেখানে এম, এম টেলিকমের সামনে তাদের মোটরসাইকেল রেখে কাজ শেষে ফিরে আসেন। পরে দোকানের সামনে মোটরসাইকেল রাখা নিয়ে দোকান মালিক সালাহ উদ্দিন মিলন, আরিফুর রহমান, আরিয়ান সাবের চঞ্চলসহ কয়েকজন র‌্যাবের দুই সদস্যকে সেখান থেকে মোটরসাইকেল সরাতে বলেন। তারা নিজেদের র‌্যারের সদস্য বলে পরিচয় দিলে তারা রেগে গিয়ে র‌্যাবের এ দুই সদস্যকে মারধর করেন। খবর পেয়ে র‌্যাব ঘটনাস্থলে পৌঁছে রাতেই অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। পরে র‌্যাব সদস্য ল্যান্স নায়েক আঃ রউফ বাদী হয়ে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করে। পরে পুলিশ গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।

এব্যাপারে আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সি বলেন, ঘটনা মিথ্যা। র‌্যাবের দায়ের করা অভিযোগের সাথে প্রকৃত ঘটনার কোন মিল নেই।

এব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাবেদ মাহমুদ বলেন, র‌্যাবের দায়ের করা মামলায় তিনজনকে থানায় দুপুরে হস্তান্তর করা হয়। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর