শাহজালাল বিমানবন্দরে পাওয়া বোমা নিস্ক্রিয় হলো টাঙ্গাইলে

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, টাঙ্গাইল | 2023-08-28 06:23:01

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনালে মাটি খুঁড়ে উদ্ধার হওয়া বোমা‌টি টাঙ্গাইলের মধুপুরের রসুলপু‌রে নি‌স্ক্রিয় করা হয়েছে।

বৃহস্প‌তিবার (১০ ডি‌সেম্বর) দুপু‌রে মধুপুর উপ‌জেলার রসুলপুরে অব‌স্থিত বিমান বাহিনীর ফায়ারিং রেঞ্জে এই ২৫০ কে‌জি ওজ‌নের ওই বোমা‌টি  নিস্ক্রিয় করা হয়। 

এরআ‌গে গত মঙ্গলবার বোমা‌টি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনালে মাটি খোড়‌ার সময় উদ্ধ‌ার করা হয়।

মধুপু‌রের রসুলপুর ফায়ারিং ক্যাম্প কমান্ডার মো. আলম এবং মধুপুর বনাঞ্চলের সহকারি বন সংরক্ষক জামাল হোসেন তালুকদার ব‌লেন, ফায়া‌রিং রে‌ঞ্জ ক্যাম্পাসে গভীর গর্ত করে তা‌তে পুতে রে‌খে বোমাটি নিষ্ক্রিয় করার সময় বিকট সময় শব্দ হয়। বাংলা‌দেশ বিমান বাহিনীর ফায়ারিং রেঞ্জের ফ্লাইট লে. আজমের নেতৃ‌ত্বে নয় সদস‌্য বি‌শিষ্ট এক‌টি দল বোমাটি নিষ্ক্রিয় ক‌রে।

মধুপুর ফায়ার সার্ভিস কর্মীরা জানান, বোমা নিস্ক্রিয় করার সময় তাদের একটি দল সেখানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার ঢাকা শাহজালার আন্তর্জাতিক বিমান বন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালে মাটি খোড়ার সময় বোমাটি পাওয়া যায়। ধারণা করা হয় একাত্তরে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী হানাদার বাহিনীকে কাবু করার জন্য মিত্রবাহিনীর যুদ্ধ প্লেন হতে এ বোমা নিক্ষেপ করে।

এ সম্পর্কিত আরও খবর