বঙ্গবন্ধুর অবমাননার প্রতিবাদে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সমাবেশ

, জাতীয়

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 01:25:47

উগ্র, মৌলবাদ ও ধর্মান্ধ গোষ্ঠী কর্তৃক কুষ্টিয়ায় রাতের আধারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা ও বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে অংশ নিয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারী ও ব্যবসায়ীরা। ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ স্লোগান সম্বলিত ব্যানার নিয়ে এসব সমাবেশ ও মানববন্ধনে অংশ নেন তারা। বিভিন্ন জেলা থেকে ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট এর পাঠানো খবরে ডেস্ক রিপোর্ট।

ছবি: বার্তা২৪.কম

কক্সবাজার: বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যুতে কক্সবাজার জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সাগরপাড়ের কবিতা চত্বরে প্রতিবাদে মিলিত হয়েছিলেন জেলার সর্বস্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। তিনি বলেন, ভাস্কর্য নিয়ে ইসলামকে মুখোমুখি করা মোটেও সমীচীন নয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের প্রেরণা। আমরা বঙ্গবন্ধুকে স্মৃতিতে বাঁচিয়ে রাখে চাই। আগামী ১৬ ডিসেম্বর সমুদ্র সৈকতে বালুর ভাস্কর্য নির্মাণ করব। নিরবে দাঁড়িয়ে প্রতিবাদ জানাবো। তা বিশ্বময় ছড়িয়ে দিতে চাই।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আমিন আল পারভেজের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- সমাবেশে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত, পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, ট্যুরিস্ট পুলিশের সুপার মোঃ জিল্লুর রহমান, সিভিল সার্জন ডাঃ মাহবুবুর রহমান, আর্মড পুলিশ ব্যাটালিয়নের সুপার আতিকুর রহমান, কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর পার্থ সারথি, কৃষি সম্প্রাসারণ অধিদফতরের উপপরিচালক আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, কামাল হোসেন চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ফাহমিদা বেগম, কক্সবাজার জেলা তৃতীয় শ্রেণির কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক স্বপন কান্তি পাল।

বরিশাল: ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সমাবেশ ও মিছিল করেছে বরিশাল বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। শনিবার সকাল সাড়ে ১০টায় বরিশাল নগরীর সার্কিট হাউজ চত্ত্বর থেকে বরিশালের বিভাগীয় কমিশনার ডক্টর অমিতাভ সরকারের নেতৃত্বে একটি প্রতিবাদী মিছিল বের হয়। মিছিলটি সার্কিট হাউজ, সদর রোড হয়ে অশ্বিনী কুমার হল চত্বরে এসে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন, বিভাগীয় কমিশনার ডক্টর অমিতাভ সরকার, পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুর রাজ্জাক, জেলা সিনিয়র দায়রা জজ মোঃ রফিকুল ইসলাম, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানসহ বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি দফতরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী।

ছবি: বার্তা২৪.কম

শেরপুর: জেলা প্রশাসন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ও জাতির জনকের মর্যাদা অক্ষুণ্ন রাখতে প্রতিবাদ সভা করেছে। শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন- জেলা বিজ্ঞ ও দায়রা জজ আল মামুন, জেলা প্রশাসক আনার কলি মাহবুব, পুলিশ সুপার কমান্ড্যান্ট ইনসার্ভিস আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বিল্লাল হোসেন, নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের বিচারক আক্তারুজ্জামান, চীফ জুডিশিয়ার ম্যাজিস্ট্রেট এসএম হুমায়ুন করিব, সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুর রউফ, স্থানীয় সরকার উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সাঈয়েদ এজেড মোরশেদ আলী, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশিদসহ জেলা পর্যায়ের সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা। বক্তারা বলেন, জাতির পিতার সম্মনের প্রতি আঘাত আসলে রক্ত দিয়ে তা প্রতিহত করা হবে। একটি মহল উস্কানিমূলক বক্তব্য দিয়ে সহজ-সরল মানুষকে উসকে দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে। যা কোনভাবেই কাম্য নয়। এজন্য সকলকে সজাগ থাকতে হবে।

ছবি: বার্তা২৪.কম

বাগেরহাট: বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বাগেরহাটে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মাবনবন্ধন ও সমাবেশ করেছে। শনিবার সকালে বাগেরহাটের কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা পর্যায়ের সকল সরকারি কর্মকর্তা- কর্মচারীরা মাবনবন্ধন ও সমাবেশ করেছে। মাবনবন্ধন ও সমাবেশ চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাটের জেলা ও দায়রা জজ মোহাম্মদ গাজী রহমান, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, সিভিল সাজন ডা. কেএম হুমায়ুন কবীর, মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক, পূর্ব সুন্দরবন বিভাগের ডিএফও মুহাম্মদ বেলায়েত হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মু. শাহ আলম। মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সম্মান মানে বাংলাদেশের সম্মান। বঙ্গবন্ধুকে অপমান করা মানে বাংলাদেশকে অপমান করা বঙ্গবন্ধুর অপমান বাংলাদেশের মানুষ সহ্য করবে না।

ছবি: বার্তা২৪.কম

নাটোর: বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে সমাবেশ করেছে নাটোর জেলার অ্যাডমিনিস্ট্রেটিভ, জুডিশিযাল সার্ভিসসহ সকল পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় দায়ীদের কঠোর শাস্তি চেয়েছেন তারা। শনিবার দুপুরে নবাব সিরাজ-উদ-দৌলা সরকরি কলেজ অডিটোরিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এরশাদ উদ্দিন, সিভিল সার্জন কাজী মিজানুর রহমান, জেলা ও দায়রা জজ আব্দুর রহমান সরদার, চিফ জুডিশিয়াল ম্যাজিট্রেট হাবিবুর রহমান সিদ্দিকী, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক গোলাম রাব্বি, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের উপাধ্যক্ষ আব্দুল মোতালেব প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর অবস্থান প্রতিটি বাঙালির হৃদয়ের। ভাস্কর্য ভেঙে বাঙালির হৃদয় থেকে জাতির পিতা বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা যাবে না।

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে প্রতিবাদ সমাবেশ করেছে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। শনিবার সকালে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সমাবেশে জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা দায়রা জর্জ মামুনুর রশিদ, সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার, ভারপ্রাপ্ত পুলিশ সুপার কামাল হোসেন, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবু বকর ছিদ্দিক, কৃষিসম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আফতাব হোসেনসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাগণ।

এসময় সভাপতিত্বের বক্তব্যে জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর একটি ন্যক্কারজনক ঘটনা। এটি শুধু একজনের উপরে আক্রমণ নয়। এটা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সংবিধানের উপর আক্রমণ করা হয়েছে। তাই ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের প্রত্যাক নাগরিকের এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদ করা নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। তাই আমরা সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্ববোধ থেকে সারা বাংলাদেশে একযোগে এই প্রতিবাদের আয়োজন করেছি। এই আক্রমণে আমরা ঘরে চুপ করে বসে থাকতে পারিনা।

ছবি: বার্তা২৪.কম

গোপালগঞ্জ: ভাস্কর্য ভাঙচুর করার প্রতিবাদে ও দুষ্কৃতিকারীদের বিচারের দাবিতে গোপালগঞ্জে প্রতিবাদ সভা, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সরকারি কর্মকর্তা-কর্মচারী ফোরামসহ বিভিন্ন সংগঠন। শনিবার সকাল সাড়ে ১০টায় শেখ ফজলুল হক মনি অডিটরিয়ামে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মহব্বত আলী, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক ড. অরবিন্দ কুমার রায়, বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি মাহে আলমসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন। এছাড়া, জেলার টুঙ্গিপাড়া, কাশিয়ানী, মুকসুদপুর ও কোটারীপাড়ায় উপজেলায়ও একই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এসব সভায় সহস্রাধিক সরকারী কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

বক্তরা বলেন, বঙ্গবন্ধুর ডাকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু কিছুর মৌলবাদ, ভণ্ড পীরের অপব্যখ্যায় স্বাধীন বাংলাদেশের স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড কোনো ভাবেই মেনে নেয়া যায় না। এসব ভণ্ড পীর, আলেমদের অপব্যখ্যায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

এ সম্পর্কিত আরও খবর